Feature 2

Labels

don. Powered by Blogger.

dowanlod the video

Thursday, 16 November 2017

স্বজনদেরকে আটক করে মেরে ফেলার হুমকি অবশেষে সিনহার পদত্যাগ

অনুসারে প্রধান বিচারপতির পদত্যাগের কোনো সুযোগ নাই। কেননা ঐ রায়ে আপিল বিভাগ পদত্যাগ সংক্রান্ত ৯৬(৪) অনুচ্ছেদটি বাতিল করে দিয়েছে। তা ছাড়া ৯৬(১) অনুচ্ছেদও বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে এখন থেকে ৬৭ বছরে বিচারপতিদের অবসর হবে না। বরং আমৃত্যু বিচারপতি থাকতে পারবেন।

এ অবস্থায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছ থেকে যে পদত্যাগপত্র নেয়া হয়েছে বলে সরকার দাবী করেছে, তা যথাযথ পদ্ধতিতে নেয়া হয়নি। তাছাড়া ষোড়শ সংশোধনী সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার কোনো আইন নাই। ফলে, বিচারপতি সিনহার কথিত পদত্যাগ মাঠে মারা যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। সে কারনেই এ নিয়ে সরকারের কার্যক্রমে ধীরগতি। আর যদি এর পরেও অবৈধ সরকার ঐ পদত্যাগপত্র ব্যবহার করে গেজেট জারী করে, তা হবে আইনের ব্যতয়, এবং অবৈধ হবে। তাহলে ভবিষ্যতে অনুরূপ অবৈধ প্রকৃয়া অবলম্বন করে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করানো সম্ভব হবে। সুত্রঃ বিডি পলিটিকো

No comments:

Post a Comment